ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় মুসলিম লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, এপ্রিল ৩০, ২০২৫
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় মুসলিম লীগ

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় দলটি।

বিএমএল সভাপতি ব্যারিস্টার নাসিম খান ও মহাসচিব রেজওয়ান মর্তুজা স্বাক্ষরিক স্মারকলিপিতে আরো ছয়টি দাবি জানানো হয়। এগুলো হলো-

১। নিবন্ধনকালীন সময়ে রাজনৈতিক দলের প্রদেয় তথ্য পরিবর্তনের আবেদন গৃহীত হবার পূর্বে নির্বাচন কমিশনের কর্মচারীদের দ্বারা সরেজমিনে যাচাই করা।

২। নির্বাচন কমিশনের কর্মচারীদের অপ্রাসঙ্গিক, অপেশাদার, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ বন্ধ করা।

৩। নির্বাচন কমিশনকে সরকারের প্রভাব মুক্ত করে সম্পূর্ণ স্বাধীন সত্তা হিসেবে কার্যকর করা।

৪। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

৫। ভোটার তালিকা শুদ্ধভাবে সংশোধন ও অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের তালিকা থেকে বাদ দেয়া এবং প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা।

৬। বিনামূল্যে প্রার্থীদের ভোটার তালিকার সিডি সরবরাহ, তফসিল ঘোষণার আগে যারা কোটি কোটি টাকা ব্যয় করছে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, কালো টাকা ও প্রশাসনিক কারসাজি বন্ধ এবং নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নেওয়া৷

ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।