ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চীনের সহযোগিতায় বরিশালে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, এপ্রিল ২৮, ২০২৫
চীনের সহযোগিতায় বরিশালে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

ঢাকা: চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত হতে যাওয়া তিনটি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। একইসঙ্গে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত বিদ্যমান দুই লেনের মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সম্মেলনে বক্তারা দক্ষিণাঞ্চলের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো:

ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন; বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের সব জেলায় সরবরাহ; পটুয়াখালীর বগা নদীতে সেতু স্থাপন; বাবুগঞ্জ থেকে মুলাদী (ময়দানের হাট) পর্যন্ত সেতু নির্মাণ, পাথরঘাটা থেকে বরগুনা সদর (কাকচিড়া) পর্যন্ত সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মাণ; কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা; বরিশালে ভ্যাট কমিশনারেট অফিস স্থাপন; বরিশালে পূর্ণাঙ্গ আয়কর আপিল আদালত স্থাপন; বরিশালে বিস্ফোরক অধিদপ্তরের পূর্ণাঙ্গ বিভাগীয় অফিস স্থাপন; বরিশালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পূর্ণাঙ্গ বিভাগীয় কার্যালয় স্থাপন; বরিশালে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের বিভাগীয় অফিস স্থাপন।

এছাড়া, বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত (প্রাক্তন বাকেরগঞ্জ জেলা) দক্ষিণাঞ্চলের পতিত জমিতে কৃষকদের বছরে তিনটি ফসল উৎপাদন নিশ্চিত করতে আধুনিক সেচ ব্যবস্থার দাবি জানানো হয়। কৃষকদের জন্য ৫০ হাজার টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ সুদে কৃষিঋণ প্রদানের দাবিও তোলা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বরগুনার কাকচিড়ার বড়ইতলা এলাকায় নদী পারাপারের জন্য রো-রো ফেরির ব্যবস্থা এবং আমতলী-বরগুনা সেতু নির্মাণ জরুরি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দি-বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়েদুল হক চাঁন। এছাড়া উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, চেম্বার অব কমার্স বরিশালের পরিচালক হাফিজুর রহমান হীরা এবং চেম্বার অব কমার্স পটুয়াখালীর পরিচালক দেওয়ান আব্দুর রহমান নিলু প্রমুখ।

এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।