ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আসিফ ও পিএসসির সদস্যরা  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:২৮ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আসিফ ও পিএসসির সদস্যরা   উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও পিএসসির সদস্যদের সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থী।

ঢাকা: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কার চেয়ে আন্দোলনকারীদের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও পিএসসির সদস্যরা।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ বৈঠক শুরু হয়।

 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় পিএসসির সংস্কার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। বৈঠক শুরু হলে রাত ৮টা ৫৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন।

চাকরিপ্রার্থীদের আট দফা হলো: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করতে হবে এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রার্থীদের ভোগান্তি লাঘব, জট নিরসন এবং পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের আয়োজন করতে হবে; খাতা মূল্যায়নে গতিময়তা এবং নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসিয়ে খাতা দেখার ব্যবস্থা করা; দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে ভাইভা শেষ হওয়ার পর ও ফলাফল প্রদানের আগে ক্যাডার বাছাইয়ের সুযোগ প্রদান; ৪৫ থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার পূর্বে পুনরায় ক্যাডার চয়েস পূরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে ভাইভার পূর্বেই ক্যাডার চয়েস নেওয়া।

প্ৰিলিমিনারি পরীক্ষার কাট মার্ক এবং প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করতে হবে এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ; এবং ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি ২৩ সংস্কার।

কিছুদিন ধরেই এ চাকরিপ্রার্থীরা আন্দোলন করছিলেন। তারা পিএসসি গেটেও অবস্থান নিয়েছিলেন। করেছিলেন অনশনের মতো কর্মসূচিও।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরআইএস

বাংলাদেশ সময়: ৯:২৮ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।