ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।  

বাড়ির গৃহকর্তা রুবেল জানান, তিনি বাবুর্চির কাজ করেন। রান্না করতে পাশের রামচন্দ্রদীতে যান। এই সুযোগে ভোরে ডাকাতদল তার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপা, দুটি মোবাইল ফোনসহ অন্যন্যা মালামাল লুটে নেয়।  

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফ উদ্দিন জানান, ঘটনাটি শুনছি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।