ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
প্রাইম এশিয়ার শিক্ষার্থী  পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: রাজধানীর বনানীতে গতকাল (১৯ এপ্রিল) ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৫) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত করেন ফরেনসিন মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাসক ডা. ফারহানা ইয়াসমিন।

এরআগে লাশের সুরতহাল সম্পন্ন করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন শনিবার বিকালে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম পান পারভেজ। পরে বন্ধুবান্ধবরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বুকের বাম পাশে একটি জখমের আঘাত রয়েছে।  

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, আমার ভাই শান্ত স্বভাবের ছিল। কোনো মারামারির মধ্যে ছিল না। কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না। এই হত্যার বিচার চাই।  

হুমায়ুন বলেন, এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। ছোট বোন ঢাকা মাইলস্টোন কলেজে পড়াশুনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ফাই চান গ্রামে থাকে। পারভেজ কাফরুল কাজিপাড়া আলহেরা হাসপতালের পাশে একটি মেসে থাকতো। সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা বলেন, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। সে গতকাল ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  

নিহত পারভেজের বন্ধু তোফায়েল আহমেদ নয়ন বলেন আজ বিএনপি কার্যালয়ের সামনে এবং পরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জানাজার পর
তারপর মরদেহ গ্রামের তার বাড়ির উদ্দেশে নেওয়া হবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল সোরয়ার বলেন, গতরাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন>>

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা
বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: বৈষম্যবিরোধী আন্দোলনকে দায়ী করলো ছাত্রদল

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২০,২০২৫
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।