ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বজ্রপাতে আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
হবিগঞ্জে বজ্রপাতে আরও একজনের মৃত্যু ফাইল ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিরপুর গ্রামে বজ্রপাতে শাহ আলম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই গ্রামের মুদি দোকানি আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শাহ আলম গরু চড়াতে গ্রামের পাশের হাওরে যান। বিকেল সোয়া ৩টার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘলবাক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খালেদ হাসান দুলন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

দীঘলবাক ইউপি চেয়ারম্যান মো. ছালিক মিয়া বলেন, নিহত ব্যক্তির পরিচয় উপজেলা ও থানা প্রশাসনকে দিয়েছি। তার পরিবারকে সরকারি অর্থসহায়তা দেওয়া হবে।

এর আগে এদিন বিকেলে জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের চান্দবন্দ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত শ্রমিকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ-পার্বত্যপুর গ্রামের মনিরুল মিয়া (৪৬) ও একই গ্রামের কাসিম উল্যার ছেলে কাছি উল্যাহ (৩৫)।

** হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।