সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় বাসের ধাক্কায় তাসনিয়া পারভীন জুঁই (২৭) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ইমদাদুল হক ইমন (২৪) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উভয়ের বাড়ি উপজেলা সদরের লালোগ্রামে। ওই গ্রামের বাসিন্দা বিজিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বাচ্চু ছেলে-মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস জকিগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় আসামাত্র বিপরীতগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুঁই। দুর্ঘটনায় নিহতের ভাই ইমন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এনইউ/এএটি