ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা উত্তাল, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
পদ্মা উত্তাল, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ  ফাইল ফটো

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় উত্তাল ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন বলেন, সন্ধ্যার পর থেকেই পাটুরিয়া ঘাট পয়েন্টে বাতাসের উপস্থিতি দেখা যায়। রাত যত গভীর হয় বাতাসের প্রকোপ বাড়তে থাকে, এক সময় মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড বাতাসের ফলে ঢেউয়ের সৃষ্টি হয়।

নদী পথে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা নদী শান্ত হলে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।