ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

 

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামে যুবক খুনের ঘটনা ঘটেছে। নিহত হাসান চকবাজরে একটি দোকানের কর্মচারী ছিলেন।

রোববার (১৩এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়া একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করতো। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে দুই হাজার টাকা ধার নেয় হাসান। এরমধ্যে এক হাজার টাকা পরিশোধ করে। আরো এক এক হাজার টাকা পায় আজাদ। এ টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।

তিনি আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে আসলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাম পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগর তাদের নিজেদের বাড়ি। হাসান চকবাজরের একটি দোকানে কাজ করতো। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।