ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘মার্চ ফর গাজা’ কাল, যেসব নির্দেশনা জানতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
‘মার্চ ফর গাজা’ কাল, যেসব নির্দেশনা জানতে হবে

ঢাকা: ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর ৫টি পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হবে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ নামে একটি প্লাটফর্ম থেকে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানিয়েছেন।

পাঁচটি শুরুর জায়গার মধ্যে বাংলামোটর পয়েন্ট থেকে শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট দিয়ে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।  গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসির গেট দিয়ে প্রবেশ করবে কর্মসূচিতে আগতরা।

এছাড়া আগতরা বখশীবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন এবং নীলক্ষেত মোড় থেকে ভিসি চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে ইতোমধ্যে অনেকেই অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, মুফতি হারুন ইজহার, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মুফতি কেফায়াতুল্লাহ কাশফি, মুফতি দেলোয়ার হোসাইন, মাহমুদুল হাসান সোহাগ, ক্রিকেটার নাহিদ রানা, উপস্থাপক আর যে কিবরিয়া। এতে মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।  

জমায়েতে অংশ নেওয়া ব্যক্তিদের কিছু সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে —

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন— পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীক বিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোন ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

এছাড়া কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

১. টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে।

২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইলো।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এফএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।