খুলনা: সুন্দরবনের এক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির কবলে পড়ে জাহিদ হাসান (২৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সুন্দরবনের এক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় জাহিদ হাসান গুলিবিদ্ধ হন। তিনি কাঁকড়া ধরার কাজে সেখানে গিয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার (১১ এপ্রিল) সকালে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই পায়েই গুলি লেগেছে ।
খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. মাখদুম জাহান রানা বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি প্রিজন সেলে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমআরএম/আরআইএস