ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরালেন যুবলীগ নেতা, হাসপাতালে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরালেন যুবলীগ নেতা, হাসপাতালে মৃত্যু আশিকুর রহমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে।

তিন দিন আগে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মারাত্মক দগ্ধ হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান গত ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আশিকুর রহমান নামের এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা যান। এ বিষয়ে কেউ কিছু জানায়নি। তবে খবর নিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তার স্ত্রীর সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

তবে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তার জানা নেই বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।