ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে সড়ক দুর্ঘটনায় ৭ পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
সাজেকে সড়ক দুর্ঘটনায় ৭ পর্যটক আহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাস ও পর্যটকবাহী হিউম্যান হলারের (এক ধরনের যানবাহন) সংঘর্ষে সাত পর্যটক আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



‎স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকগামী পর্যটকবাহী গাড়িটির সঙ্গে বাঘাইহাট বাজার থেকে আসা শান্তি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাত পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

‎সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, আহতদের নাম, পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই এখানে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।