ঢাকা: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে অবস্থানরত চাকরিপ্রার্থীদের আগারগাঁও থেকে সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
সরকারি কর্মকমিশনের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের উল্টো পাশে কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। বেলা তিনটার দিকে চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচি থেকে পিএসসি অভিমুখে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন। তারা চাকরিপ্রার্থীদের কেপিআই এলাকায় সমাবেশ না করে রাস্তা থেকে সরে যেতে বলেন। পরে আন্দোলনকারীদের আগারগাঁও থেকে ধাওয়া করে শেরে কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় আগারগাঁও এলাকায় ব্যাপক পুলিশ, সেনাবাহিনী, কোস্ট গার্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্দোলনকারীদের মধ্য থেকে দুই-তিনজন আটক করতেও দেখা যায় এ সময়।
অবস্থান কর্মসূচিতে আসা এক চাকরিপ্রার্থী বাংলানিউজকে বলেন, পিএসসির চেয়ারম্যান পরীক্ষা পেছানোর জন্য তিনদিন সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার দুইদিন পার হলো, শুক্রবার ছুটি। সে কারণে আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসির চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের সামনের রাস্তায় পথচারীসহ কাউকেই দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। এমনকি গণমাধ্যমকর্মীদেরও সেখানে অবস্থান করতে দেননি তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আজকের দিনের জন্য পিএসসি কম্পাউন্ডের আশপাশে অবস্থান করার কারো অনুমতি নেই।
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে চলমান রয়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন কর্মসূচি। গত মঙ্গলবার পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসির চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরকেআর/এসএএইচ