ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় রশিদ অ্যাগ্রোর বাড়িতে দুর্বৃত্তের গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
কুষ্টিয়ায় রশিদ অ্যাগ্রোর বাড়িতে  দুর্বৃত্তের গুলি ভাঙা জানালা ও গুলির খোসা

কুষ্টিয়া: দিনদুপুরে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বুধবার (০৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের কুষ্টিয়া গোশালা সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সময় আব্দুর রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। ঘটনার পর খবর পেয়ে তিনি বাড়িতে যান।
আবদুর রশিদের সদর উপজেলার খাজানগর এলাকায় বড় কয়েকটি চালকল রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন জানান, বুধবার বিকেলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিটি ভবনের তৃতীয় তলার কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করে। তবে ওই তলায় কোনো বাসিন্দা থাকে না। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এ ব্যাপারে জানতে আব্দুর রশিদের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।