ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত টাকা না দেওয়ায় ১৬ পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
অতিরিক্ত টাকা না দেওয়ায় ১৬ পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ

অতিরিক্ত টাকা না দেওয়ায় ১৬ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে ময়মনসিংহের রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ বিক্ষোভ করেন স্কুলের সামনে।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার ৫ নম্বর সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের চর আনন্দী পুর রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে।

শিক্ষার্থীরা বলে, এসএসসি পরীক্ষার সব সরকারি ফি আমরা পরিশোধ করেছি। আমাদের কোনো ফি বাকি নেই তারপরও প্রধান শিক্ষক অন্যায়ভাবে আমাদের কাছে অতিরিক্ত টাকার জন্য প্রবেশপত্র আটকে রেখেছেন। আগামীকাল পরীক্ষা এখনও আমাদের প্রবেশপত্র না দিয়ে স্কুলের রুমে তালা দিয়ে রেখেছেন।  

অভিভাবকদের কাছে জানা যায়- রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের অবহেলা, অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণসহ সীমাহীন দুর্নীতি ও শিক্ষার্থীদের কাছে নতুন করে টাকা দাবির কারণেই এ ঘটনা ঘটেছে।

অভিভাবকরা আরও বলেন, যেসব শিক্ষার্থীরা উপবৃত্তি পায় তাদের কাছে অতিরিক্ত ১৬০০ টাকা দাবি করেন প্রধান শিক্ষক। আর যারা উপবৃত্তি পায় না তাদের কাছে দাবি করেন ২ হাজার টাকা। এই টাকা না দিলে তিনি প্রবেশপত্র দেবেন না বলে জানিয়ে দেন। এ বিষয়ে জানতে বার বার তার মোবাইল ফোনে কল করলেও পাওয়া যায়নি প্রধান শিক্ষক শাহনাজ পারভীনকে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম হাসান বলেন, এটা খুবই ন্যাক্কারজনক কাজ। এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষককে পুলিশে দেওয়া উচিত। আমি শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা করছি।

এ বিষয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, বিষয়টি আমি জেনেছি এটা খুবই দুঃখজনক। আমরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।  

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।