ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে মামলা

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ ও তার মর্জিনা ওদুদের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুল ওদুদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৯৭৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ ও প্রতিষ্ঠানের নামে ৩৩টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ১৭২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।

দুদকের মহাপরিচালক আরও বলেন, আসামি মর্জিনা ওদুদ তার স্বামী আব্দুল ওদুদের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪২ লাখ ১৬ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ৮৫৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে মর্জিনা ওদুদ এবং আব্দুল ওদুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।