ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

তালা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
তালা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

রাজশাহী: রাজশাহীতে তালা ভেঙে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে জেলার বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

বাড়ি থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতের দুটি স্বর্ণের বালা একটি চেইনের নকেট ও এক জোড়া রূপার তোড়া চুরি হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার নাম আশরাফুল আসেকিন রিপন। তিনি ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি বর্তমানে রাজশাহীর চারঘাটের সরদহে থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। তার স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল-ইমাম-স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে যান। সেখানেই সপরিবারে থাকেন। তার স্ত্রী রাজশাহী থেকে প্রতিদিনই স্কুল করে প্রায় এই বাড়িতে আসেন। পরে বিকেলে রাজশাহীতে যান। তাই রাতে এই বাড়িতে কেউ থাকেন না।

এই সুযোগে মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে চোরেরা বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। কিন্তু না পরে উত্তরদিকের রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার (৯ এপ্রিল) সকালে ফেরদৌসী রাজশাহী থেকে এই বাড়িতে আসেন। তিনি ভেতরে ঢুকে দেখতে পান যে, ঘরের সব আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর উত্তরদিকের দরজার তালা ভাঙা। এ ছাড়া ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট ও রূপার তোড়া চুরি হয়ে গেছে। এর দাম প্রায় ৬০ হাজার টাকা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাদুজ্জামান বলেন, মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাটি তদন্তের জন্য থানা পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি।  

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।