ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় কেএফসি-বাটায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৩১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
খুলনায় কেএফসি-বাটায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৩১

খুলনা: খুলনা শহরে কেএফসি ও বাটায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তারে করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য জানান।

 

তিনি জানান, সোমবার খুলনা শহরে কেএফসি ফুডকোর্ট ও বাটা শো রুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে একদল দুর্বৃত্ত সোমবার সন্ধ্যায় শহরের কেডিএ এভিনিউয়ে অবস্থিত কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে ভাঙচুর ও লুটপাট চালায়।

কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। একইভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়।  

খুলনার বাইরেও বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমআরএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।