ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় বাটা-ডমিনো’স-কেএফসিতে হামলা-ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
খুলনায় বাটা-ডমিনো’স-কেএফসিতে হামলা-ভাঙচুর ডমিনো’স শপে ভাঙচুরের পর ঘটনাস্থলের চিত্র। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগে বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নগরের কেডিএ অ্যাভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে এ হামলা করে একদল লোক।

বিশৃঙ্খল ওই লোকেরা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালিয়ে ভাঙচুর করে। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করে। অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ঘটনার পর পুলিশ দোকানগুলোতে সরেজমিন পরিদর্শন করেছে।

এ প্রসঙ্গে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর হয়েছে। পুলিশ দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।