ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নগরকান্দা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।