ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী, সড়কে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, এপ্রিল ৬, ২০২৫
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী, সড়কে যানজট যানজট।

ঢাকা: ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। প্রথম কর্ম দিবসে খুলেছে অফিস-আদালত।

ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরী ফিরেছে তার চিরচেনা রূপে।

রোববার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে যানজটের চিত্র দেখা যায়।  

দেখা যায়, ঈদের ছুটির দিনে সড়কে গণ-পরিবহনের উপস্থিতি কম ছিল, তবে আজ প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে সড়কে গণ-পরিবহন কম থাকলেও অফিসগামী মানুষে চাপ ছিল সড়কে। সে সময় সড়কে যানজট না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানজট। কর্মজীবী মানুষদের সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে গণ-পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেকে উঠতে পারছেন বাসে। আবার অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন বাসস্ট্যান্ডে। সকাল থেকে বাসে ভিড় ছিল। প্রতিটি বাসের গেটে ঝুলছিল মানুষ। সকালের শুরুতে যানজটবিহীন সড়কে অধিকাংশ মানুষ বাসস্ট্যান্ডে না দাঁড়িয়ে চলে যায়। সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি ছিল বেশি সড়কে। এ ছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিক পুলিশদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়।  

একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাবরিনা আক্তার বলেন, এতদিন ছুটি কাটিয়ে আজ প্রথম অফিসে যাচ্ছি। সড়কে বাস খুব কম। দুই-একটা যা বাস আসছে সেগুলোর গেটে ঝুলেও যাওয়ার অবস্থা নেই। এখন সিএনজি বা বাইক নিয়ে চলে যেতে হবে, কিছু করার নেই। প্রথম দিনের অফিসে লেট করা যাবে না।

অন্য এক যাত্রী মো. সেলিম বলেন, প্রায় ৪০ মিনিট ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। যেগুলো আসছে সেগুলোতে ওঠার কোনো জায়গা নেই।

তিনি বলেন, আমার অফিস মহাখালী। হেঁটে যাওয়াও সম্ভব না। আবার বাইক বা সিএনজি চালকরা সড়কে বাস কম দেখে সুযোগ পেয়ে ভাড়া বাড়িয়ে চাচ্ছেন।   

প্রজাপতি পরিবহনের চালকের সহকারী মো. সোহেল বলেন, ৯ দিন ছুটির পর আজ অফিস শুরু হয়েছে। আমরাও যাত্রী মোটামুটি ভালোই পাইছি।  

বসুমতি পরিবহনের চালক মো. তুহিন আহমেদ বলেন, ছুটির দিনে সড়কে কোথাও যাত্রী ছিল না। গাড়ি নিয়ে শেষ স্টপেজ পর্যন্ত চলে গেছি কিন্তু সব সিটের যাত্রী পাইনি। আর আজ এক স্টপেজ থেকেই গাড়ি ফুল হয়ে গেছে। যাত্রী নেওয়ার জায়গা নেই। গেটে পর্যন্ত মানুষ ঝুলছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ