ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদককারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদককারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে মাদককারবারি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দিনরাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদককারবারি সৈকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকতের কাছ থেকে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার সৈকতকে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বহু অপরাধী আইনের আওতায় এসেছে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।