ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৫ এপ্রিল) সোনারগাঁ উপজেলার কাঁচপুর চারমুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ছায়ারানী দাস (৫০), চায়না রানী দাস (৪৫), বাসন্তী রানী দাস (৫০), অমূল্য দাস (৫২), বিশ্বনাথ দাস (৪৮), মেলানী রানী দাস (৪৫), সোয়া রানী দাস (০৭)। আহতরা ঢাকার ডেমরা থানার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লা নাগলবাদ অনুষ্ঠান শেষে পিকআপে করে ঢাকায় ফিরছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস পিকআপটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।