ঢাকা, রবিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মমুখী মানুষজনের ভিড়।

লক্ষ্মীপুর: ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রোববার (৬ এপ্রিল) থেকেই সরকারি দপ্তরগুলোতে কর্মযজ্ঞ শুরু হবে।

তাই শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মমুখী মানুষজনের ভিড় লক্ষ্য করা গেছে।  

বরিশাল, ভোলা, ফিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষজন লঞ্চযোগে মজুচৌধুরীর হাট ঘাটে আসে। ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এদের গন্তব্যস্থল।  

মজুচৌধুরীর হাট-ভোলা-বরিশাল নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

শনিবার সকাল থেকে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পার হতে পারছেন মানুষ ও যানবাহন। যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকামুখী যাত্রী আশিক বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষ করে এখন ঢাকায় ফিরছি। বাড়িতে যাওয়ার সময়ও কোনো ভোগান্তি ছিল না। এখন কর্মস্থলে ফিরছি তাতেও কোনো ভোগান্তি নেই। ঈদের ছুটি বেশি থাকায় চাপ কম পড়েছে।

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল আহমেদ খাঁন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। দুটি ঘাট সচল রয়েছে। ঈদে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লঞ্চ যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।