ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক শরিফ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলাটির নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের মিজান মুন্সি তার ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শ্যালো মেশিন দিয়ে মিজানের ধানক্ষেতে পানি দিতে গেলে শরীফ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরীফের বাবা আলী আরশাদ বলেন, মিজানের ধানক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য আমার ছেলে শরীফের সঙ্গে চুক্তি হয়। শ্যালো মেশিন নিয়ে পানি দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শরীফ। সাত মাস আগে শরীফ বিয়ে করেছিলেন।  

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।