বরগুনা: বরগুনার তালতলীতে এক প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার (৩০) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার লামিয়া বেগম (২৫)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে তালতলীর শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হাওলাদার ও লামিয়া বেগম দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। বৃহস্পতিবার ইকবাল তার প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। তবে ওই সময় ইকবালের দুলাভাই ও বোন ঢাকায় ছিলেন। তাদের অনুপস্থিতিতে বাড়ির কেয়ারটেকার রহিম ডাক্তার তাদের আপ্যায়ন করেন।
এদিকে প্রেমিক যুগলের আগমনের খবর পেয়ে ইকবালের মা হাজেরা বেগম সেখানে যান এবং তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাগ ও অভিমানে তারা ঘরের ভেতরে গিয়ে ওড়না ও রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা ধারণা করছেন। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এএটি