ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা আছে: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা আছে: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খলিলুর রহমান

ঢাকা: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

বুধবার (২ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফর ও বিমসটেক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো সাইড লাইন বৈঠক হওয়ার কথা আছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ বলেন, আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে, বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলে কোন জিনিসটা সামনে আনা হবে, সাংবাদিকরা জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমার জানামতে আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। মিটিংটা হবে, অন্তত আমার জানামতে সেরকম কিছু তিনি বলেননি। সে কারণে আমি বলছি, আমাদের আশাবাদী হওয়ার কারণ রয়েছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এ বিষয়ে আমরা আগ বাড়িয়ে কোনো মন্তব্য করব না।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বিমিসটেকের পরবর্তী প্রধান, চেয়ারম্যান। আমরা আশা করছি অন্যান্য সব সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমিসটেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক, সেই কারণে আমরা মনে করছি যে এই সাক্ষাৎকারটা হওয়ার সম্ভাবনা অনেকটা এগিয়ে আছে।

সংবাদ সম্মেলনের শুরুতে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল (বৃহস্পতিবার) ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংকক যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তার মানে আগামী চেয়ারম্যানশিপ অব বিমসটেক অর্পিত হবে আমাদের প্রধান উপদেষ্টার হাতে এবং বিমসটেক পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেক-এর বিভিন্ন রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরশু দিন (শুক্রবার, ৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।