ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে জুমা শেষে ফিলিস্তিনিদের জন্য অশ্রুজলে প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, মার্চ ২১, ২০২৫
নারায়ণগঞ্জে জুমা শেষে ফিলিস্তিনিদের জন্য অশ্রুজলে প্রার্থনা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র মাহে রমজানের মাগফেরাতের শেষ জুমার নামাজে মুসল্লিদের ঢল দেখা গেছে।

প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এতে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করেছেন মুসুল্লিরা।  

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পর শহরের মসজিদগুলোতে এ চিত্র দেখা গেছে।  

এর আগে জুমার নামাজকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদগুলো মুসুল্লিদের দ্বারা পূর্ণ হয়ে যায়। নামাজের আগেই মুসল্লিদের নামাজের সারি চলে আসে মসজিদ ছাপিয়ে সড়কগুলোতে।

শহরের ডিআইটি মসজিদে নামাজ আদায় করা হাফেজ শিব্বির জানান, রমজান মাসের জুমার দিনে জুমার নামাজে এমনিতেই বেশি মানুষ হয়। আজ মাগফেরাতের শেষ জুমার দিন। আজ মুসল্লিরা নামাজ আদায় করেছেন। মসজিদে বিশেষ ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। এতে মুসল্লিরা চোখের জলে দোয়া করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।