ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, মার্চ ২১, ২০২৫
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত থেকে শুক্রবার (২১ মার্চ) ভোর পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করা হয়।

 এদের মধ্যে গাংনী থানায় দুজন, সদর থানায় দুজন ও মুজিবনগর থানায় তিন আসামি রয়েছেন।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে মো. সামিউল আজীম রাজা (২৩), সদর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত জালাল শেখের ছেলে বাবলু হোসেন (৪৪), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. সেলিম মল্লিক (৩২) ও মো. স্বাধীন মল্লিক (মামলা নম্বর ১০(৩)২৫), শিবপুর গ্রামের দাউদ সরদারের ছেলে মো. মোরাদ হোসেন ওরফে লাল্টু (৪৪) মামলা নম্বর ১১(৩)২৫ এবং গাংনী উপজেলার আযান গ্রামের ফজলু রহমানের ছেলে হৃদয় হোসেন (২৪) ও এলাঙ্গী গ্রামের জামায়াত আলীর ছেলে সবুজ আলী (২৮)।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ওসি বানী ইসরাইল ও মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আক্তার খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তারদের শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।