ঢাকা, বুধবার, ২৫ চৈত্র ১৪৩১, ০৯ এপ্রিল ২০২৫, ১০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
ফুলবাড়ীতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার  উদ্ধার হওয়া গ্রেনেডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গাড়ি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৬ মার্চ) বিকেলে কাজীহাল ইউনিয়নের মোকলেসের (ওরূপে মোকে) বাড়ি নির্মাণের জন্য নিয়ে আসা বালুর গাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বর্তমানে গ্রেনেডটি থানা হেফাজতে রয়েছে।  

পুলিশ জানায়, চিরিরবন্দর থেকে নিয়ে আসা বালুর গাড়িতে গ্রেনেডটি দেখতে পেয়ে থানায় জানান স্থানীয়রা। পরে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এটি ১৯৬৮ সালের একটি পরিত্যক্ত গ্রেনেড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।