ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষাভবন মোড়ে মেডিকেল শিক্ষার্থীরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিনিধিদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, মার্চ ১২, ২০২৫
শিক্ষাভবন মোড়ে মেডিকেল শিক্ষার্থীরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিনিধিদল

ঢাকা: ৫ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেলের শিক্ষার্থীদের ১৫ জনের একটি প্রতিনিধি দল দাবি-দাওয়া তুলে ধরতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছেন।

বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটা নাগাদ প্রতিনিধি দলটি শিক্ষাভবন মোড় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা করে।

প্রতিনিধি দলে রয়েছেন ডা. শওগত, ডা. হাবিবুর রহমান, আব্বাস ভুইয়া, ডা. হাজারী, ডা. হুমায়ূন কবির, ডা. রাকিব, ডা. সোহেল, সাবিত,  তৌহিদ, ইমদাদ, ডা. মাহফুজ, ডা. রফিক, ডা. নাজমুল, ডা. বেলাল ও ডা. রুহুল আমিন।

তারা মন্ত্রণালয়ে গিয়ে নিজেদের ৫ দফা দাবি তুলে ধরবেন। পরে শিক্ষাভবন মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানাবেন।

এর আগে বেলা ১১ টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। তাদের সঙ্গে ইন্টার্ন ডাক্তার ও মেডিকেল কলেজের শিক্ষকরা যোগ দেন। শহীদ মিনার থেকে দুপুর ১টা ১৫ মিনিটে তারা পদযাত্রা শুরু করেন। দুপুর ১টা  ৩৫ মিনিটে তাদের পদযাত্রা শিক্ষাভবন মোড়ে আটকে দেয় পুলিশ।

আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি জানিয়েছেন, এরমধ্যে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে ইতোমধ্যে হাইকোর্ট রায় দিয়েছেন। বাকি চার দাবির সুরাহা চেয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।