ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

বেঁকে গেল রেললাইন, দুর্ঘটনা থেকে রক্ষা পেল দেড় হাজার যাত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জানুয়ারি ২৬, ২০২৫
বেঁকে গেল রেললাইন, দুর্ঘটনা থেকে রক্ষা পেল দেড় হাজার যাত্রী 

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে ছোট দেওড়া এলাকায় রেললাইন বেঁকে গিয়ে ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বনলতা এক্সপ্রেস ট্রেন।

দেড় হাজারের বেশি যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল ট্রেনটি।  

রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রেললাইনের বেঁকে যাওয়া দেখে ছোট দেওড়া এলাকায় ট্রেনটিকে থামানো হয়।  

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট দেওড়া এলাকায় দুপুরে ঢাকা-জয়দেবপুর রেললাইন দিয়ে একটি ট্রেন অতিক্রম করে চলে যায়। এরপর ছোট দেওড়া এলাকায় রেললাইনের স্লিপার লক ভেঙে রেললাইন বেঁকে যায়। ঘটনাটি দেখার পর স্থানীয়রা ধীরাশ্রম এলাকায় রেললাইনে একটি লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। এরপর বিকেল ৩টার দিকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাল নিশানা দেখে থেমে যায়। ওই ট্রেনে প্রায় দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ যাত্রী ছিল। অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। রেললাইন বেঁকে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ওই ট্রেনটি সেখানে যাত্রাবিরতি করে। এরপর রেললাইনটি মেরামত শেষে বিকেল সোয়া ৪টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জ্জামান জানান, রেললাইনটি বেঁকে গিয়ে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে ওই ট্রেনের প্রায় দেড় হাজার যাত্রী রক্ষা পেয়েছে।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, রেললাইন বেঁকে যাওয়া যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ ঘণ্টা আটকে ছিল। পরে রেললাইন মেরামত করা হলে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫।
আরএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।