ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, নভেম্বর ১১, ২০২৪
৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

গাজীপুর: আগামী রোববারের (১৮ নভেম্বর) মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে একটানা প্রায় ৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।

এরআগে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা পৌণে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আগামী রোববারে মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে বেতন কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে। শ্রমিকরা অবরোধ তুলে নিলে প্রায় ৫৪ ঘণ্টা পর বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কের যান চলাচল করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেব, দিচ্ছি করে শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এক পর্যায়ে শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ করেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও তাদের বেতন পরিশোধ করেনি। এরপর শনিবার (৯ নভেম্বর) সকাল ৯ টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।  একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে শ্রমিকরা মহাসড়কে চট, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ-অবরোধ পালন করেন।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) বিমল চন্দ্র বর্মন জানান, পোশাক শ্রমিকদের দীর্ঘ প্রায় ৫৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ যানজট  সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে পুলিশ মহাসড়কে কাজ করছে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদ মিয়া জানান, শ্রমিকের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে। পরে আগামী রোববারের (১৭ নভেম্বর) মধ্যে তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।