ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বাবার অটোরিকশায় করে নানার বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাইবোন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, নভেম্বর ৮, ২০২৪
বাবার অটোরিকশায় করে নানার বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাইবোন নিহত

কুমিল্লা: কুমিল্লায় বাবার অটোরিকশায় করে নানার বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত দুই শিশুর বাবাসহ তিনজন।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহতরা হলো দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের সিএনজি চালিত অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)।

জুনায়েদ জাফরগঞ্জ কোরআনিয়া হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র আর তার বোন ফাহিমা হোসেনপুর নুরানি মাদরাসার শিক্ষার্থী।  

শিশুদের বাবা আহত জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে জুনায়েদ ও ফাহিমা বায়না ধরে নানার বাড়ি যাওয়ার জন্য। সারা দিন অটোরিকশা চালানোর পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের নানার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। পথে ছগুড়া এলাকায় কুমিল্লাগামী সিটিং সার্ভিস বাস আমাদের অটোরিকশাকে ধাক্কা দিলে জুনায়েদ ও ফাহিমা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ফাহিমারও মৃত্যু হয়।  

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছেন। ঘটনাস্থলে রাত ১টা পর্যন্ত অবস্থান করে উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়।   

হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার খায়রুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস থানায় আনা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।