ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

দুই বছর পর পুলিশ কর্মকর্তা লিয়াকতের বরখাস্তের আদেশ প্রত্যাহার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, জুলাই ১৪, ২০২৪
দুই বছর পর পুলিশ কর্মকর্তা লিয়াকতের বরখাস্তের আদেশ প্রত্যাহার 

ঢাকা:  সাময়িক বরখাস্তের দুই বছর পর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিয়াকত আকবরের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা। এর আগে স্ত্রীর করা মামলায় ২০২১ সালে বরখাস্ত হয়েছিলেন লিয়াকত আকবর।

 

রোববার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের প্রজ্ঞাপনমূলে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।  
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বাথে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসজেএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।