ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শাহজাদপুরে ওয়ান শ্যুটারগানসহ ডাকাত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জুলাই ১০, ২০২৪
শাহজাদপুরে ওয়ান শ্যুটারগানসহ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি মো. মামুন প্রামাণিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান জব্দ করা হয়েছে।

 

বুধবার (১০ জুলাই) ভোরে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার বাবুল শেখের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মামুন প্রামাণিক উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের মো. পর্বত প্রামাণিকের ছেলে।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজ রানা জানান, শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ার বাবুল শেখের বাড়ির ভাড়া থাকতেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেখানে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বিছানার নিচ থেকে একটি ওয়ান শ্যুটার গান জব্দ করা হয়।
ওসি আরও বলেন, মামুনের নামে শাহজাদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ