ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৮ কেজি গাঁজাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মাগুরায় ৮ কেজি গাঁজাসহ নারী আটক

মাগুরা: জেলা শহরের ভায়না এলাকায় যাত্রী ছাউনির সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ সাথী খাতুন (২৪) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা ভায়না যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সাথী খাতুন সদর উপজেলা সত্যবানপুর গ্রামের কিবলু ফকিরের স্ত্রী।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আছাদুজ্জামান জানান, শনিবার চট্টগ্রাম থেকে ৮ কেজি গাঁজা নিয়ে মাগুরা আসেন ওই নারী। মাঝে ফরিদপুর থেকে বাস পরিবর্তন করেন তিনি। পরে সাহা ফরিদ নামে একটি বাসে করে মাগুরা ভায়না মোড়ে যাত্রী ছাউনির সামনে নামেন তিনি। তখন ডিবি পুলিশের একটি টিম বাসের বক্স তল্লাশি করে বড় কালো রংয়ের একটি লাগেজ থেকে কালো পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম করে মোট ১৬টি গাঁজার ব্যাগ বের করা হয়। যার মোট ওজন ছিল ৮ কেজি।

তিনি আরও বলেন, ওই নারী বেশ কয়েকবার চট্টগ্রাম থেকে গাঁজা নিয়ে শ্রীপুর উপজেলা চন্ডিবর গ্রামের মুকুল নামে এক কারবারিকে দিতেন। তিনি নিয়মিত গাঁজা সরবরাহের কাজ করতেন।

এ ঘটনায় গাঁজার কারবারি মুকুল ও সাথী খাতুনের নামে মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।