ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ডিসেম্বর ৯, ২০২৩
পিরোজপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুর: পিরোজপুর শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় বাজার পরিদর্শন করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর কাঁচাবাজারে এ জরিমানা করা হয়।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ। এসময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে বিনয় পাল নামে এক পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং অন্য একজন খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পিরোজপুর পৌর কাঁচামাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজন অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।