ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

৫০ লাখ টাকার আইসসহ একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, অক্টোবর ১০, ২০২৩
৫০ লাখ টাকার আইসসহ একজন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইস নামেই মাদক বেশি পরিচিত।

সোমবার (৯ অক্টোবর) রাতে গোপণ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারের নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১ কেজি ভয়ংকর মাদক আইসসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।