রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘দ্বিতীয় টেকসই পানি ব্যবস্থাপনা মেলা-২০২৫’।
বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ) আয়োজিত এ মেলায় পানি নিরাপত্তা, পুনর্ব্যবহার এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো বিষয়ে সর্বাধুনিক ধারণা ও প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আইসিসিবির নবরাত্রি হলে মেলার উদ্বোধন করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডব্লিউডব্লিউএ’র সভাপতি আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক (টেক্সটাইল) ফাইজা মাহমুদ।
আয়োজকদের তথ্যানুসারে, তিন দিনব্যাপী এই এক্সপোতে প্রদর্শিত হচ্ছে আধুনিক পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা প্রযুক্তি। দর্শনার্থীরা পাচ্ছেন বিনামূল্যের কারিগরি সেমিনার, শুল্ক প্রশিক্ষণ ও প্রযুক্তি ভ্রমণের সুযোগ। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে শিখছেন টেকসই পানি ব্যবস্থাপনার নতুন উদ্ভাবনী কৌশল।
শাহজাহান মিয়া বলেন, “পানি শুধু পান করার জন্য নয়। গৃহস্থালি, শিল্প, যানবাহন ও কৃষি—সব ক্ষেত্রেই অপরিহার্য। ঢাকার ভূগর্ভস্থ জলস্তর দ্রুত কমে যাচ্ছে, তাই নদী ও জলাশয়ের পানির দিকে নজর দেওয়া এখন জরুরি। ব্যবহৃত পানি পুনর্ব্যবহার ও সঠিক নিষ্কাশন নিশ্চিত করতে হবে। বর্ষাকালে পানি নিষ্কাশন ও নদী দূষণ নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেঘনা ও পদ্মার পানি ব্যবহার ও ট্রিটমেন্ট এখন শহরের মূল অগ্রাধিকার। ”
মাশরুর আরেফিন বলেন, “আমরা পানি ব্যবস্থাপনায় এখনও অনেক পিছিয়ে। উন্নত দেশগুলোতে বাজেটে আলাদা পানি ব্যবস্থাপনা বরাদ্দ থাকে, কিন্তু আমাদের দেশে তা নেই। সিটি ব্যাংক সবসময় এ খাতে সহযোগিতায় এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে। ”
হাসিন জাহান বলেন, “পানিসম্পদ আমাদের অর্থনীতি, সমাজ ও পরিবেশের মূল চালিকা শক্তি। টেকসই পানি ব্যবস্থাপনার জন্য প্রকল্পভিত্তিক কাজের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে এখনই। ”
সভাপতি আনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ পানি ব্যবস্থাপনা নির্ভর করছে উদ্ভাবন, সহযোগিতা ও প্রযুক্তির সঠিক প্রয়োগের ওপর। এই এক্সপো সেই যৌথ যাত্রারই অংশ। ”
পিএ/এমজেএফ