ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

চানখারপুলে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, আগস্ট ২৬, ২০২৩
চানখারপুলে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ঠাণ্ডু মিয়া ও মো. মতিন খাঁ।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, শুক্রবার (২৫ আগস্ট) খবর পাওয়া যায় চানখারপুল এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন কারবারিরা। পরে সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের নামে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।