ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

পদ্মায় ধরা পড়লো ২৭ কেজির বাঘাইড়, ৩৫ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ডিসেম্বর ২৫, ২০২২
পদ্মায় ধরা পড়লো ২৭ কেজির বাঘাইড়, ৩৫ হাজারে বিক্রি

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেছেন জেলে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে নুরাল মোল্লার জালে বিশালাকার এই মাছটি ধরা পড়ে।

নুরাল মোল্লা বলেন, শনিবার রাতে কয়েকজন জেলে মিলে সাত নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে জাল ফেলি। সারারাত বসে থাকার পরেও জালে কোনো মাছ ধরা পড়েনি। রোববার ভোরের দিকে জালে জোরে একটা ঝাঁকি মারলে বুঝতে পারি যে বড় মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বিশাল একটি বাঘাইড় মাছ।  

তিনি বলেন, মাছটি সকাল ৮টায় দৌলতদিয়া বাজারের কেসমত মোল্লার মৎস্য আড়তে নিয়ে যাই। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।

বিশালাকার মাছটির ক্রেতা মো. চান্দু মোল্লা বলেন, ৩৫ হাজার ১০০ টাকায় কিনেছি বাঘাইড়টি। মাছটি দড়িতে বেঁধে নদীর পানিতেই রেখেছি। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ হলেই মাছটি বিক্রি করে দেবো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।