ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, ডিসেম্বর ২৫, ২০২২
নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল তাফসির হোসেন নামে একটি চার বছরের শিশুর। রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু তাফসির হোসেন পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

শিশুটির স্বজনেরা জানায়, দুপুরে তাফসির বাড়ির পাশের সড়কে খেলছিলো। এসময় ব্যাটারি চালিত একটি অটো রিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুর্ঘটনার ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু তাফসিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।