ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

নওগাঁয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ডিসেম্বর ১৭, ২০২২
নওগাঁয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁ: নওগাঁয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় সেখানে প্রধান অতিথি থেকে ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাশেদুল হক।

অনুষ্ঠানে এসপি) মোহাম্মদ রাশেদুল হক বলেন, যেই বীর সন্তানদের সাহসিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের মধ্যে অনেকেই পুলিশে ছিলেন। আজকের এই আয়োজনে অনেক পুলিশ মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে বেঁচে নেই। আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আর যারা এখনও বেঁচে রয়েছেন তাদের অনুপ্রেরণায় আমাদের সামনের পথ চলা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই আয়োজন করতে পেরে আমরা আমরা গর্বিত।

পরে সেখানে ৪৪ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপহার তুলে দেন পুলিশ সুপার রাশেদুল হক। এছাড়া মৃত মুক্তিযোদ্ধাদের উপহার গ্রহণ করেন তাদের পরিবার।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।