ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

অর্ধকোটি টাকার হেরোইনসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, ডিসেম্বর ১৫, ২০২২
অর্ধকোটি টাকার হেরোইনসহ আটক ৩

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ৩২১ গ্রাম হেরোইনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মিনহাজ কবির (২২), মো. আশুরুদ্দীন হক (২৬) ও মো. আসাদুল ইসলাম (২৪)। তারা রাজশাহীর বাসিন্দা।

রাকিব মাহমুদ খান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের ৩২১ গ্রাম হেরোইনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন এনে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরায় বিক্রি করতেন। এ ঘটনায় তাদের নামে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।