ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

রায়গঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, ডিসেম্বর ১৪, ২০২২
রায়গঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় বাসচাপায় নেভী খাতুন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নেভী খাতুন সলঙ্গার দওকুশা বুড়িরবাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদরুল কবির জানান, স্বজনদের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল নেভী। এ সময় হাটিকুমরুল গোল চত্বর থেকে বগুড়াগামী এসএস পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।