ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

পোকায় খাচ্ছিলো গলাকাটা মরদেহটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, ডিসেম্বর ১৪, ২০২২
পোকায় খাচ্ছিলো গলাকাটা মরদেহটি

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি নির্জন স্থান থেকে পোকাধরা অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের বাড়িগাও চকের (ফসলের মাঠ) ভেতরে মরদেহটির সন্ধান পাওয়া যায়।

পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান বাংলানিউজকে বলেন, স্থানীয়রা সন্ধ্যার দিকে মরদেহটি দেখতে পেয়ে প্রথমে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে এসে দেখি মরদেহে পোকা ধরেছে এবং তার গলা কাটা ছিলো। পরিচয় শনাক্তে আমাদের কাছে থাকা প্রযুক্তির ব্যবহার করছি। মরদেহটির গায়ে একটি নীল রঙের টি-শার্ট এবং পরনে একটি জিন্স প্যান্ট ছিলো।

হত্যা করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে খুব ঠাণ্ডা মাথায় খুন করে এখানে ফেলে রেখে গেছে। আমরা তার পরিচয় ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।