ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

চৌগাছা সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, ডিসেম্বর ১৪, ২০২২
চৌগাছা সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা: যশোরের চৌগাছা উপজেলার তিলকপুরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ মো. নাজমুল হোসেনকে (২২) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তিলকপুরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুর গ্রামের পাকা রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় বিজিবির টহলদলের সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরনের সোয়েটারে বিশেষভাবে লুকানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক ওজন দুই কেজি। বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।  

আটক নাজমুল ঝিনাইকুন্ডু এলাকার মো. শরিফুল আলম বাবুর ছেলে। তার নামে চৌগাছা থানায় মামলা দায়ের ও স্বর্ণের বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।