ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সোনাইমুড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, ডিসেম্বর ৯, ২০২২
সোনাইমুড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নাওতলা গ্রামের মাসুদ আলম (৫০), জগজীবন পুরের শাহজাহান পাটোয়ারী (৫২), ভানুয়াইর মো. আলী হোসেন (৫৮), দক্ষিণ শাকতলার অহিদ উল্যার ছেলে রায়হান (২০), কৃষ্ণপুরের মৃত আবুল খায়েরের ছেলে জুয়েল (৪০), শহিদুল ইসলাম কিরণ (৪৮), দেবপুরের মাসুদ আলম (৪৪), নাটেশ্বর গ্রামের মৃত মো. হানিফের ছেলে সাইফুল ইসলাম (২৪), শিমুলিয়া গ্রামের মাকছুদ উল্লাহর ছেলে আব্দুলাহ আল মামুন, কাবিলপুর গ্রামের নুর আহমদের ছেলে আব্দুল মান্নান ও সুজন, রুহুল আমিন নগরের মৃত হানিফের ছেলে সাগর (২০), বাবুল (৪৫) এবং দুয়ারী পাড়ার নূর আলমের ছেলে সুমন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এসআই

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।